শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চা, বিতর্ক প্রতিয়োগিতা, ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতা, রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী, বাংলা ও ইংরেজি নববর্ষ উদযাপন, বসন্তবরণ, বার্ষিক মিলাদ, সরস্বতী পূজাসহ সকল জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করা হয়। গার্ল গাইডস্ ও রোভার স্কাউট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা বই-পত্র ও পত্রিকা পড়ার সুবিধাও পেয়ে থাকে। এতে একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালোভাবে শুধু পাশই করবে না; জীবনের সকল ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
সামগ্রিক বিচারে সরিষাবাড়ির এ প্রতিষ্ঠানটি হচ্ছে অত্র এলাকার ছাত্রীদের প্রয়োজনের তাগিদে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতার ফসল। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল লক্ষ্য হলো জ্ঞানার্জন এবং তা বাস্তবে প্রয়োগ করে সর্বাধিক সাফল্য অর্জন। ইতোমধ্যে অত্র প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অনেক মেধাবী ছাত্রী তৈরি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ খ্যাতনামা প্রতিষ্ঠানে অনার্স কোর্স, বুয়েট, মেডিক্যাল কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানেও ভর্তির সুযোগ লাভ করছে অনেক ছাত্রী। কঠোর নিয়মানুবর্তিতায় আদর্শ নারী গঠনের সহায়ক শিক্ষা কেন্দ্র এ প্রতিষ্ঠানটির প্রতি সবার সুদৃষ্টি ও সহানুভূতি আমাদের একান্ত কাম্য।
Post a Comment